রিসালে নূর কি ধরনের তাফসির ?
মৌলিক ভাবে তাফসির রেওয়ায়েত ও দিরায়েতে বিভক্ত। রিছালে নূর এই দিক থেকে একটি দিরায়েত তাফসিরের অন্তর্ভুক্ত।
মাজহাবি,ঈশআরি ও ফিকহি তাফসিরের বিবেচনায় ঈশআরি বলা যায়। যেমন ইমাম তুস্তারি এর তাফসিরুল কুরাআনুল আযিম এর ন্যায় মিল রয়েছে।
আবার আধুনিক বিষয়ভিত্তিক, ইজমালি, বিজ্ঞ্যানতত্ত্ববহুল, আদাবতত্ত্বপূর্ণ, ঐতিহাসিক, আভিধানিক, ও ইলহাদি তাফসীর এর নবিন প্রকার সমুহের থেকে রিসালে নূর বিষয়ভিত্তিক, বিজ্ঞ্যানতত্ত্ববহুল, ও দর্শন বাদী দের মুখুস উন্মোচনে ইলহাদি তাফসীর ও বলা যায়।
চতুর্থ নং মন্থব্যটি লেখক উস্তাদ সাইদ নুরসির জীবনী নামক গ্রন্থের তুরকিস ভাষায় লিখা বইয়ের পৃষ্টা নাম্বার ৬৮১ তে উল্লেখ আছে যে, তাফসীর দুই প্রকার প্রথমটি যা সকলের অবগত থাকা তাফসীর যেখানে কুরআনের ইবারাত শব্দাবলী ও বাক্যাবলিকে আর অর্থ উদঘাটন পূর্বক যে বর্ণনা ব্যাখ্যা ও প্রমাণাদির দ্বারা আঞ্জাম দেয়া তাফসীর পুস্তক সমূহ।
দ্বিতীয় প্রকার তাফসীর হল, কুরআনে ঈমানের সাথে সংশ্লিষ্ট থাকা হাকিকাত সমুহকে সার্বিক দলিল প্রমাণাদির দ্বারা ব্যাখ্যা বর্ণনা করা। এই দ্বিতীয় প্রকার অত্যান্ত গুরুত্ত বহন করে। প্রথম প্রকার তাফসিরে এই দ্বিতীয় প্রকার তাফসিরকে মাঝে মধ্যে ইঙ্গিত পূর্বক সঙ্কেপে আলোচনা হয়েছে ও তার অবস্থান তুলে ধরা হয়েছে। কিন্তু রিসালে নূর অত্যান্ত গভীর ও প্রখড়ভাবে এই দ্বিতীয় প্রকার তাফসীরের উপর তার ভিত্তি স্থাপন করে লিপিবদ্য করা হয়েছে। অতুলনীয় এক পন্থায় সুদূর দুষ্ট দর্শনবাদীদের কে ও চুপ করিয়ে এক আধ্যাত্মিক তাফসীরের নাম হল কুল্লিয়াতে রিসালে নূর , , , , , , , ।