রিসালে নূর পড়ার ইহ-ও পরকালীন উপকারিতা কি কি ?
يُوزَنُ مِدَادُ الْعُلَمَاءِ بِدِمَاءِ الشُّهَدَاءِ
مَنْ تَمَسَّكَ بِسُنَّت۪ى عِنْدَ فَسَادِ اُمَّت۪ى فَلَهُ اَجْرُ مِاَةِ شَه۪يدٍ
এই দুটি হাদিস শরিফ থেকে অর্জিত এলহামের দ্বারা স্পষ্ট যে রিসালে নুরের লিখন কর্মে ব্যাস্থ থাকার কারনে ব্যাক্তির দুনিয়াবি ও পরকালীন জীবনে অসংখ্য ক্কেত্রে লাভমান ও সফলতা থেকে নিম্নে কয়েকটি উল্লেখ করছি। এই সফলতা সমূহ রিসালে নুরে আলোচিত হয়েছে এবং তার ছাত্রদের স্বীকারোক্তির দ্বারা তা প্রমাণিত ও হয়েছে। পাঁচটি পরকালীন বা ইবাদাত সংশ্লিষ্ট উপকার=
১/ একজন নূর তালাবা সর্বোৎকৃষ্টপূর্ণ মুজাহাদা কারি বা প্রচেষ্টাকারী হিসেবে বিবেচ্য হয়ে যান। আর তা হল যে পথভ্রষ্ট দের সম্মুখে তারা আধ্যাত্মিক শক্তির দ্বারা প্রচেষ্টা চালিয়ে যান।
২/ একজন নূর তালাবা যে তার উস্তাদের প্রতি হাকিকাতের বাস্তবতার নিরিখে সাহায্যের আবয়বে খেদমত কারীতে রূপান্তরিত হয়ে যান।
৩/ মুসলমান জনসাধারণের জন্যে ঈমানের বিবেচনায় একজন পূর্ণাঙ্গ খেদমত কারীতে রাহবার হয়ে যান।
৪/ একজন নূর তালাবা যিনি হাতেখড়িতে কলমের শক্তি দ্বারা ইলমে হাকিকির অর্জন কারী হয়ে যান। ৫/ একজন নূর তালাবা যিনি কখনো এক ঘণ্টা যা এক বছরের সমতুলয় ইবাদাতের আওতাভুক্ত হওয়া এমন তাফাক্কুরের ইবাদাতে পরিবর্তনশীল ব্যাক্তিতে রুপ নিয়ে নেন। পাঁচটি দুনিয়াবি বা ইহকালীন উপকার=
১/ একজন নূর তালাবা এর রিজিকের মধ্যে বরকত চলে আসে।
২/ অন্তরের মধ্যে শান্তি ও প্রশান্তি চলে আসে। ৩/ রোজকারে সহজলভ্যতা চলে আসে।
৪/ কর্মক্কেত্রে উপযুক্ততা চলে আসে। ৫/ রিসালে নুরের ছাত্র হওয়ার ফজিলত অর্জন করার সাথে সাথে সমগ্র রিসালে নূর তালাবাদের বিশেষ দোয়ার অধিকার অর্জন হয়ে যায়।
কলমের দ্বারা নূর জামাতের খেদমত ও সত্যনিষ্ঠতার মাধ্যমে রিসালে নুরের ছাত্রত্য অর্জনের দুটি অতি মহামূল্যবান সফলতা অর্জনের প্রমান রয়েছে।
১/ কুরআনের আয়াত দ্বারা প্রতিপাদিত যে তারা এই দুনিয়া থেকে ঈমানের সাথে কবরে গমন করে। ২/ সমস্ত রিসালে নূর ছাত্রদের আধ্যাত্মিক সোয়াব অরজনের ক্ষেত্রে নূর প্রাসাদের মা’নাবি ব্যাবসায়ি কাঁরখানার সুক্ষ রহস্যের বিবেচনায় তাদের সকল নূর ভাইদের উত্তম কৃতকর্মের অংশিদারিত্ত অর্জনে লাভমান হয়ে থাকে। এমন কি হাফিজ আলি নামিয় মশহুর নূর তালাবা এর ন্যায় শহীদি দরজা অর্জনের তৌফীক কারী হয়ে যায়। এমিরদাগ লাহিকাছি ১৯০।